30 June 2016

নওদা চক্রে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য জুতো বিতরণ

                                


প্রাথমিক বিদ্যালয়গুলির প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য জুতো বন্টনের কাজ শুরু করল নওদা চক্র। নওদা চক্রের ৬৩ টি বিদ্যালয়কে জুতো বন্টন করবে নওদাচক্র অফিস। এরপর বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের মধ্যে জুতো বিতরণ করা হবে। উল্লেখ্য বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথমশ্রেণি থেকে চতুর্থশ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জুতো দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এখন বিভিন্ন চক্র থেকে বিদ্যালয়গুলিকে জুতো বন্টনের কাজ শুরু হচ্ছে । সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন চক্র জুতো বন্টনের এই কাজ শুরু করে দিয়েছে ।

No comments:

Post a Comment