রমযান মাস পড়তেই এক লাফে প্রায় দ্বিগুণ হয়ে গেছে বাজারের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। শাক-সব্জি থেকে শুরু করে ফল কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। আগে যে টমাটোর দাম ছিল ৩০ টাকা কেজি এখন বেড়ে ৫০-৬০ টাকা। ১৫ টাকার বাঁধাকপি দাম বেড়ে হয়েছে ৩৫ টাকা। ১০ টাকার শশা ২৫ টাকা দামে বিক্রি হচ্ছে। বীট, গাজর, ফুলকপি, কচু, ধনেপাতা, আলুরও দাম বেড়ে গেছে। ফলের বাজারেরও মূল্যবৃদ্ধি দারুন ভাবে বেড়েছে। ১৫ টাকা ডজনের পাকা কলার দাম এখন ৩৫ টাকা। আপেল ৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫০ টাকা, লেবুর বেড়েছে প্রায় দ্বিগুণ। বেদানা, আঙুর, নাশপাতি, আনারসও দাম অগ্নিমূল্য। মুগডাল ও পোলট্রি মাংসও চড়া দামে বিক্রি হচ্ছে। অথচ কোন কিছুরই জোগানে ঘাটতি নেই। বাজারের ক্রেতাদের অভিযোগ -- এক শ্রেণির অসাধু মজুতদার ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে কৃত্রিমভাবে এই নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়িয়েছেন। প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন। তাহলে সাধারণ মানুষ একটু স্বস্তি পাবে।


No comments:
Post a Comment