12 August 2025

বিপুল আগ্নেয় অস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করল বেলডাঙা থানার পুলিশ


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ১২ আগস্টঃ পুলিশি তৎপরতায় বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র উদ্ধার সহ সরবরাহকারী গ্রেপ্তার হল। আজ রাত সাড়ে বারোটা নাগাদ বেলডাঙা থানা এলাকার কালীতলা ফতেনগর তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের নাম নওসাদ মন্ডল(৫০), বাড়ি ডোমকল থানা এলাকার গরীবপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, আগ্নেয় অস্ত্রগুলি বেলডাঙাতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে উদ্ধার করে ৬টি ওয়ান-শাটার পাইপগান, ২টি মাস্কেট এবং ১৪ রাউন্ড গুলি। অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বেলডাঙা থানায়। আরও যায় গিয়েছে নওসাদ মন্ডল একজন অভ্যস্ত অস্ত্র সরবরাহকারী ছিলেন। তিন মাস আগে এনডিপিএস মামলায় সে জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিল। আজ তাকে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদনের জন্য এলডি আদালতে হাজির করা হবে।তার সঙ্গে আর কে বা কারা জড়িত আছে সে বিষয়ে খতিয়ে দেখছে বেলডাঙার থানার পুলিশ।


No comments:

Post a Comment