06 November 2020

বেলডাঙায় নৌকাডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য শুভেন্দু অধিকারীর



ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৬ নভেম্বরঃ বেলডাঙায় দশমীতে দুর্গাপ্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে মৃত পরিবারবর্গের পাশে দাঁড়ালেন এবার শুভেন্দু অধিকারী। মৃত ৫ যুবকের পরিবারের হাতে তাঁর প্রাক্তন সাংসদ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করলেন। শুক্রবার দুপুরে তিনি বেলডাঙার ভারত সেবা সংঘে আসেন। সেখানে মৃত যুবকদের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং বেলডাঙা বুড়িমাতলা থেকে তাদের পরিবারকে এই অর্থ প্রদান সহ সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

No comments:

Post a Comment