30 November 2020

জলঙ্গিতে আগ্নেয় অস্ত্র ও ফেনসিডিল সহ পুলিশের জালে ধৃত চার দুষ্কৃতি


ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মণ্ডল, জলঙ্গি, ৩০ নভেম্বরঃ জলঙ্গী থেকে গুলি ও আগ্নেয় অস্ত্র সহ উদ্ধার হল বিপুল পরিমাণে ফেনসিডিল। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গী থানার এস আই মোঃ খুরসিদ আলম জলঙ্গীর ঘোষপাড়ার টলি টলি গ্রামের বাঁশবাগানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেন। ধৃতদের নাম মশিউর রহমান,  রিপন মন্ডল, সীমাজ মন্ডল, হিটোন মন্ডল। তাদের কাছ থেকে উদ্ধার করেন ১০২ বোতল ফেনসিডিল ও তিন রাউন্ড গুলি সহ একটি আগ্নেয় অস্ত্র।



No comments:

Post a Comment