ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ১২ অক্টোবরঃ রেজিনগর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত তিন, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতদের নাম হাজি দেলুয়ার সেখ (৬১), কীতাব সেখ (৫৮) মনিরুল সেখ (৩৮)। সকলের বাড়ি রেজিনগরে। সোমবার ভোরে নামাজ পরে বের হওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, একটি বারো-চাকা লরি পলাশি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মেরে পর পর দুটো কারেন্টের পোল ভেঙে তিন জনকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তারা মারা যায়। ক্ষিপ্ত জনতা অবরোধ করে জাতীয় সড়ক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


No comments:
Post a Comment