01 December 2020

অসহায় পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল জলঙ্গি থানা


ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মণ্ডল, জলঙ্গি, ১ ডিসেম্বরঃ মুর্শিদাবাদের জলঙ্গি থানা লাগাতার সেবামূলক কাজ করে চলেছেন। সোমবার  দুটো পনেরো মিনিট নাগাদ টেলিফোনের মাধ্যমে খবর আসে যে জলঙ্গি বাজারে একটি অসহায় পরিবার যানবাহনের জন্য অপেক্ষায় রয়েছেন। ফোন পাওয়ার সাথে সাথেই ছুটে যান এসআই মোঃ খুরশিদ আলম। তিনি তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন আয়শা  সিদ্দিকাকে, তার বয়স প্রায় পাঁচ বছর। পিতা আলেক সেখ, বাড়ি ঘোষপাড়া। গত দু'বছর ধরে যকৃতের রোগে ভুগছিলে আয়সা। বর্তমানে তার মুখ এবং মলদ্বার থেকে অবিচ্ছিন্নভাবে রক্তপাত হচ্ছিল। অ্যাম্বুলেন্স পনেরশো টাকা ভাড়া সঙ্গে সঙ্গে মিটিয়ে দেন এসআই মোঃ খুরশিদ আলম এবং ওই অসহায়  পরিবারের হাতে তিনি দশ হাজার টাকা তুলে দেন। আরও  প্রতিশ্রুতি দেন চিকিৎসার জন্য যা যেসব খরচ হবে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। আয়শা সিদ্দিকার পরিবারক আর্থিক সাহায্য পেয়ে সাধুবাদ জানিয়েছেন জলঙ্গি থানাকে।

No comments:

Post a Comment