09 October 2020

দেড় মাসের সন্তানকে কুপিয়ে খুন বহরমপুরে, গ্রেফতার করলো অভিযুক্ত মাকে পুলিশ


ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ৯ অক্টোবরঃ  নিজের দেড় মাসের সন্তানকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। বাড়ির বাথরুমের নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের সন্তানকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে বলে অভিযোগ। শুক্রবার সকালে মুর্শিদাবাদে বহরমপুর থানার সারগাছির রঘুনাথপুরের ঘটনা। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। জানা গিয়েছে বছর পাঁচেক আগে স্থানীয় দফরপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী বিভাস মন্ডলের সাথে বিয়ে হয় অভিযুক্ত চৈতালি মন্ডলের। এরপর কয়েক মাস আগে সন্তান প্রসব হতে রঘুনাথপুরে নিজের বাবার বাড়িতে আসে চৈতালি মন্ডল। সেখানে মাস দেড়েক আগে এক কন্যা সন্তানের জন্ম দেয় সে। এরপর শুক্রবার সকালে নিজের দেড় মাসের সন্তানকে বাড়ির বাথরুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজে হাতে শিশুটিকে খুন করে বলে অভিযোগ। অভিযুক্ত মহিলা কিছুটা মানসিক বিকারগস্ত বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত মহিলাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment