ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ৯ জুলাইঃ স্কিন টাচ মোবাইল কিনে দিতে না পারায় গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক। রেজিনগর থানার আদলবেড়িয়া কলোনি পাড়ার ঘটনা। মৃত যুবকের নাম - সনেট বিশ্বাস বয়স ২৩। বাবার নাম অংশপতি বিশ্বাস। ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রি ১০ টা নাগাদ। পরিবার সূত্রে জানা যায়, মৃতের বাবা চাষের কাজ করে। অত্যন্ত দরিদ্র পরিবার। বাবা ছেলেকে কিছুদিন পর মোবাইল কিনে দেবো বলে জানাই। কিন্তু ছেলে বলে আজিই কিনে দিতে হবে। মোবাইল কিনে না দিতে পারায় ছেলে রাগ করে বাড়ির পাশে বাগানে গিয়ে একটা গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ মৃত দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে।


No comments:
Post a Comment