ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ৩ জুলাইঃ ইলেকট্রিক শক লেগে মৃত্যু হল এক রাজমিস্ত্রির। শুক্রবার বিকেলে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে বেলডাঙা থানার মির্জাপুর খাগড়ো পাড়া এলাকায়। নাম রতন মন্ডল,বয়স ৩২ বছর বাবার নাম নব কুমার মন্ডল, বাড়ি আন্ডিরন মাজপাড়া। এলাকা সূত্রে জানা যায়, এদিন সে মির্জাপুর খাগড়ো পাড়ায় রাজমিস্ত্রির কাজে যায়। সে কাজ করছিল বাড়ির ছাদের ওপর। ১১ হাজার ইলেকট্রিকের তার গিয়েছে ছাদের উপর দিয়ে। কোনো কারণ বশতো তার হাত পরে যায় তারের উপর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীরা বেলডাঙ্গা থানায় খবর দেয়। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বেলডাঙা থানা খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে।


No comments:
Post a Comment