03 July 2020

দুই ভারতীয় কৃষককে ছেড়ে দিল বিজিবি


ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মণ্ডল, জলঙ্গি, ৩ জুলাইঃ বাংলাদেশ সীমান্ত রক্ষির হাতে আটক দুই ভারতীয় কৃষককে ছেড়ে দেওয়া হল। জলঙ্গি ব্লকের লালকূপ গ্রামের মাহাতাব কলোনির বাসিন্দা শহিদুল শেখ ও নয়ন শেখকে আটক করেছিল বিজিবি রক্ষীরা। জানা যায়, এই দুই ভারতীয় কৃষক মুর্শিদাবাদের জলঙ্গি থানার বাবনাবাদের চরে নিজ জমিতে কাজ করতে গিয়েছিল। সেখান থেকে বাংলাদেশের বর্ডার দুরত্ব প্রায় ২ কিলোমিটার। সেই সময় কিছু বাংলাদেশের লোকজন তাদের ধারালো অস্ত্র দেখিয়ে ধরে নিয়ে যায় এবং বাংলাদেশ বর্ডার গার্ড-এর (বিজিবি) হাতে  তুলে দেয়। সূত্রের খবর এই ঘটনার বেশ কিছু আগে সীমান্ত পেরিয়ে এলে তিন বাংলাদেশির অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ। ভারতীয় কৃষক আটকের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে। অপহৃত দুই ভারতীয় কৃষক পরিবার দ্বারস্থ হয় ১১৭ বিএসএফ ব্যাটেলিয়নে ও জেলা প্রশাসনের কাছে। জেলা প্রশাসন ও বিএসএফ আটকে রাখা নয়ন শেখ ও সাইদুল ইসলামকে দেশে ফেরানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। শুক্রবার সাড়ে ৪ টা নাগাদ দুই দেশের ফ্লাগ মিটিংয়ে পর তাদের ফেরত দেন বিজিবি রক্ষীরা।  নয়ন শেখ ও সাইদুল ইসলামকে তাদের পরিবারের হাতে তুলে দেন জেলা প্রশাসন। 

No comments:

Post a Comment