25 July 2020

একদিনে ৬ করোনা পজেটিভ বেলডাঙায়, চাঞ্চল্য এলাকায়


ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ২৫ জুলাইঃ  বেলডাঙায় ৬ জন ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়ল। ঘটনায় চাঞ্চল্যে এলাকায়। আক্রান্ত ৫ জন ব্যক্তির বাড়ি বেলডাঙা থানার মির্জাপুর গ্রামে ও ১ জনের বাড়ি মকরমপুর গ্রামে। জানা যায়, আক্রান্ত ওই ৬ জন ব্যক্তি কাজের সূত্রে  রাজ্যের বাইরে ছিল। ঈদ-উল-জোহা উপলক্ষে তারা বাড়ি ফিরেছিল। বাড়ি এসেই তারা বেলডাঙা হাসপাতালে চেকআপে গেলে তাদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তাদেরকে স্বাস্থ্য দপ্তরের লোকজন চিকিৎসার জন্য বহরমপুর করোনা হসপিটালে পাঠিয়েছে।
করোনা পজিটিভ রিপোর্ট   

No comments:

Post a Comment