ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মণ্ডল, জলঙ্গি, ১৪ জুলাইঃ ভারত ও বাংলাদেশে আন্তর্জাতিক মুর্শিদাবাদের সীমান্ত জলঙ্গি বর্ডার। A কোম্পানি 141 নাম্বার ব্যাটেলিয়ানের জওয়ানরা সোমবার রাত ১০ টার সময় গোপন সূত্রে খবর পেয়ে, বাংলাদেশে পাচার হওয়ার আগেই চারটি ব্যাগ ভর্তি ৫৫ কেজি গাঁজা আটক করে। বাজেয়াপ্ত করা সামগ্রিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। পাচারকারীরা ৫৫ কেজি গাঁজা রেখে পালিয়ে যায় বলে বিএসএফ সূত্রে খবর। A কোম্পানির কমান্ডো বালভীর সিং, DIB এক্সপেক্টর বাসুদেব শর্মা ও SI হেমাথ রাথী এই তিনজন বিএসএফ জওয়ান দক্ষতার সাথে কাজ সম্পন্ন করার জন্য মুর্শিদাবাদ বিএসএফ সেকেন্ড অফিসার অরবিন্দ কুমার তাদের সাধুবাদ জানিয়েছেন।


No comments:
Post a Comment