ওয়েবডেস্ক, কথাবার্তা, শক্তিপুর, ২৭ জুলাইঃ এবার আর থানায় ছুটতে হবে না, থানা অভিযোগ নিতে পৌঁছে যাচ্ছে আপনার ঘরে। এমনই ভ্রাম্যমাণ থানার উদ্যোগ নিয়েছে মুর্শিদাবাদের শক্তিপুর থানার ওসি দীপক হালদার। যারা ছোট খাটো অভিযোগ নিয়ে থানায় আসতে পারে না নানা কারণে, তাদের সেই সব অভিযোগ নিয়ে প্রত্যন্ত গ্রামের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে এই ভ্রাম্যমাণ থানা।
এখানে নিজেদের যাবতীয় অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে। সম্প্রতি শুরু করা হয়েছে এই ভ্রাম্যমাণ থানার। রবিবার থানা এলাকার রামনগর-বাছড়া গ্রাম পঞ্চায়েতের একটি প্রত্যন্ত গ্রাম সুজাপুরে, সামাজিক দূরত্ব বজায় রেখে "ভ্রাম্যমান থানা"-র কর্মসূচী পালন হয়। পুলিশকে কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের অভিযোগ পুলিশের কাছে ব্যক্ত করেন এবং ভারপ্রাপ্ত আধিকারিকের তৎপরতায় তাদের অনেক সমস্যার সমাধানও হয়ে যায়।



No comments:
Post a Comment