13 June 2020

আমফান বিধ্বস্ত মানুষদের পাশে আল-আমিন মিশন ও দুই প্রাক্তনী সংগঠন


ওয়েবডেস্ক, কথাবার্তা, উত্তর ২৪ পরগণা, ১৩ জুনঃ আমফানে লন্ডভন্ড হয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে কয়েক লক্ষ মানুষকে। একদিকে করোনা মোকাবিলায় শ্রমজীবী মানুষের আর্থিক অনটন অন্যদিকে আমফানের তান্ডব। এখন দুইবেলা অন্ন জোগাড় করা খুব মুশকিল হয়ে পড়েছে তাদের। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এলো 'আল আমিন মিশন' ও  প্রাক্তনীদের দুই সংগঠন।  বুধবার 'আল আমিন মিশন' এবং প্রাক্তনীদের দুই সংগঠন 'With You Welfare society' ও 'নব দিগন্ত' -এর যৌথ উদ্যোগে  উত্তর  ২৪ পরগনা জেলার বহু এলাকার প্রায় ৭০০ পরিবারের হাতে হাতে শুকনো খাবার ঔষধ ও বস্ত্র তুলে দেওয়া হয়। 
আল আমিন মিশনের প্রতিনিধি মহম্মদ সাজ্জাদ হোসেন জানান, 'গত ৭ তারিখ থেকে উত্তর ২৪ পরগণার বিভিন্ন গ্রামে আমরা ত্রাণ বিলি করা শুরু করেছি। আজ আমরা নাজাত, সন্দেশখালি, মিনাখান ও জীবনতলার ২৩ গ্রামে মোট ৭০০ টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলাম। আগামী সোমবার গোসবা ব্লকের ছোটো মোল্লাখালি ও পুইজালি এলাকায় টানা এক সপ্তাহ ব্যাপি ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ফ্রী মেডিসিন সাপ্লাই করবো ও চারশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী, মশারী ও বস্ত্র তুলে দিব। এবং এই কর্মসূচি আগামীতেও চালু থাকবে'।

No comments:

Post a Comment