ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ১০ জুনঃ শক্তিপুর থানার পুলিশ কর্মীদের সম্বর্ধনা জানালো স্থানীয় সেচ্ছাসেবী সংস্থা। বুধবার দুপুর নাগাদ থানার সমস্ত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের বরনডালা ও প্রদীপ জ্বালিয়ে পুষ্পবৃষ্টির মাধ্যমে বরন করে নেয় সৃজনী কল্পকলা কেন্দ্রের সদস্যরা। উপস্থিত ছিলেন শক্তিপুর থানার ওসি দীপক হালদার সহ অন্যানো পুলিশ কর্মী, NCC ছাত্র ও বিশিষ্টরা। করোনা যোদ্ধাদের উৎসাহিত করতে এই উদ্যোগ বলে জানান সংস্থার কর্তৃপক্ষ।


No comments:
Post a Comment