05 June 2020

বেলডাঙায় আবারও মুম্বাই ফেরত এক ব্যক্তি করোনায় আক্রান্ত, চাঞ্চল্য এলাকায়


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৫ জুনঃ বেলডাঙায় এক ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়ল। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। আক্রান্ত ব্যক্তির বাড়ি বেলডাঙা থানার মহ্যমপুর গ্রামের ডহরপাড়া। ওই ব্যক্তির বয়স ৪২। মে মাসের ২৯ তারিখে আক্রান্ত ব্যক্তি মহারাষ্ট্রের মুম্বাই থেকে বাড়ি ফিরেছিল। তাকে কোয়ারেন্টাইন রাখা হয়েছিল। ২ জুন তার মুখের লালা পরীক্ষার জন্য নিয়ে যায়। শুক্রবার ৯ টার সময় করোনা পজেটিভ রিপোর্ট আসে। তাকে স্বাস্থ্য দপ্তরের লোকজন চিকিৎসার জন্য বহরমপুর করোনা হসপিটালে পাঠিয়েছে।

No comments:

Post a Comment