ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু, জলঙ্গী, ৪ জুনঃ লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সজিব মোল্লা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জলঙ্গি টু ডোমকল রাজ্য সড়কে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাদিখানদিয়াড় গার্লস স্কুলের সামনে। স্থানীয় সূত্রে জানা যায় সজিব মোল্লা ও তার বন্ধু, দুজনে মোটর বাইকে যাচ্ছিল। সেসময় একটি লরি তাদের সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সজীব মোল্লার। মৃত যুবকের বাড়ি জলঙ্গি থানার জোতছিদাম গ্রামে। 
ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের সদস্য সৈয়দ রাফিকা সুলতানা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন এবং মৃত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। জলঙ্গী থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক লরি ও চালককে আটক করেছে জলঙ্গী থানার পুলিশ।
 



 
No comments:
Post a Comment