ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ১২ এপ্রিলঃ দেশ জুড়ে চলছে লকডাউন। সেই সুযোগে এক শ্রেণির ব্যবসায়ী হুটহাট করে বাড়িয়ে দিচ্ছে জিনিসপত্রের দাম। লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে প্রায় সকলেই। এই অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য ভাজ ফেলেছে প্রশাসনের কপালে। বিভিন্ন এলাকায় করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর জন্য এবার পথে নামলো বেলডাঙার পুলিশ ও প্রশাসন।
রবিবার সকাল ৭টা নাগাদ বেলডাঙার সব্জি বাজারগুলি ঘুরে দেখেন বিডিও বিরুপাক্ষ মিত্র ও ওসি জামালদ্দিন মন্ডল। তারা সব্জি ব্যবসায়ীকদের সঠিক দাম নেওয়ার কথা বলেন। এছাড়াও বিভিন্ন চালের, আলুর আড়তে গিয়েও ব্যবসায়ীকদের সঙ্গে কথা বলেন। কিন্তু কি কারণে এই দাম বাড়ছে সে বিষয়টিও খতিয়ে দেখেন তারা। এছাড়াও এদিন বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, যদি কোন ব্যবসায়ী ইচ্ছে করে মাল মজুত করে রেখেছে বা দাম বেশি নিচ্ছে এরকম কোন ধরনের সমস্যা থাকলে বেলডাঙা ব্লকের বিডিও বা বেলডাঙা থানায় যোগাযোগ করতে বলা হয়।
রবিবার সকাল ৭টা নাগাদ বেলডাঙার সব্জি বাজারগুলি ঘুরে দেখেন বিডিও বিরুপাক্ষ মিত্র ও ওসি জামালদ্দিন মন্ডল। তারা সব্জি ব্যবসায়ীকদের সঠিক দাম নেওয়ার কথা বলেন। এছাড়াও বিভিন্ন চালের, আলুর আড়তে গিয়েও ব্যবসায়ীকদের সঙ্গে কথা বলেন। কিন্তু কি কারণে এই দাম বাড়ছে সে বিষয়টিও খতিয়ে দেখেন তারা। এছাড়াও এদিন বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, যদি কোন ব্যবসায়ী ইচ্ছে করে মাল মজুত করে রেখেছে বা দাম বেশি নিচ্ছে এরকম কোন ধরনের সমস্যা থাকলে বেলডাঙা ব্লকের বিডিও বা বেলডাঙা থানায় যোগাযোগ করতে বলা হয়।



No comments:
Post a Comment