![]() |
| ছবিঃ ফাইল সংগ্রহ |
ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১০ এপ্রিলঃ করোনা আতঙ্ক বিশ্ব জুড়ে। দেশে চলছে ২১ দিনের লকডাউন। সব রকম জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারী করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। বাংলা বছর বিদায় নিতে দেরি আর কয়েক দিন মাত্র। বছর শেষে বাংলার সবচেয়ে অন্যতম বড়ো উৎসব শিবের গাজন। শিবের গাজনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ, নদীয়া, বর্ধমান, বীরভূম জেলায় বোলান গানের আসর বসে। উপচে পড়ে আসর ভর্তি দর্শক। ২৭ থেকে ৩১ শে চৈত্র টানা ৫ দিন বোলান গানের আমেজে মেতে ওঠে বঙ্গভূমি। বোলান গান বাংলার অন্যতম জনপ্রিয় লোক সংগীত। কয়েক শতাব্দী প্রাচীন প্রবাহমান এই বোলান গানের ধারায় কাল হয়ে দাঁড়াল করোনা ভাইরাস। করোনার জেরে লকডাউনের ফলে এবছর আর বোলান গানের আসর কোথাও বসবে না। পুজো কমিটি গুলো সিদ্ধান্ত নিয়েছে গুটি কয়েক সন্ন্যাসী বা ভক্ত নিয়ে শুধুমাত্র শিব পুজো হবে, তবে কোনো রকম জমায়েত ছাড়াই। এবছর বঙ্গ সংস্কৃতির বছর শেষে আনন্দটুকু কেড়ে নিল করোনা ভাইরাসের থাবা। করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে পরের বছর বোলান গানের আসরে মেতে উঠবে আবার বাংলার মাটি - অন্তত এই আশা নিয়ে বুকে নিয়ে নতুন আলোর আশায় প্রহর গুনছে মানুষ। দেশ ও রাজ্যের মঙ্গলে বোলানের আনন্দটুকু এবছর নয়তো লকডাউন করে রাখা যাক বুকের ভেতরে।


No comments:
Post a Comment