ওয়েবডেস্ক, কথাবার্তা, ডোমকল, ১৫ এপ্রিলঃ করোনা আতঙ্কে দেশ জুড়ে চলছে লকডাউন। সমস্যায় পড়েছে দিন আনা দিন খাটা মানুষেরা। প্রথম দফায় ২১ দিন লকডাউন শেষ হয়ে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হতেই ত্রাণের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল মুর্শিদাবাদের ডোমকলে। বুধবার সকালে ডোমকলের কুঠির মোড়ে রাস্তা অবরোধ করেন এলাকার ১০ নং ওয়ার্ডের বাসিন্দারা। হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা।
গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি মহিলা ও বাচ্চারাও এই বিক্ষোভে সামিল হয়। গ্রামবাসীদের অভিযোগ, লকডাউনে বন্ধ কাজ। মিলছে না কোন ত্রাণ। তাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসছে না। পেটে ক্ষিদে নিয়ে আর কতদিন ঘরে বসে থাকবে তারা। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি মহিলা ও বাচ্চারাও এই বিক্ষোভে সামিল হয়। গ্রামবাসীদের অভিযোগ, লকডাউনে বন্ধ কাজ। মিলছে না কোন ত্রাণ। তাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসছে না। পেটে ক্ষিদে নিয়ে আর কতদিন ঘরে বসে থাকবে তারা। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।




No comments:
Post a Comment