17 April 2020

ভিন রাজ্যে আটকে পড়া মুর্শিদাবাদ জেলার মানুষের পাশে দাঁড়ালো জেলা বিজেপি


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, সামিম, ১৭ এপ্রিলঃ সারাদেশে হঠাৎ করে লকডাউন শুরু হলে ভিন রাজ্যে আটকে পড়ে মুর্শিদাবাদ জেলার বহু শ্রমিক ও চিকিৎসা করতে যাওয়া সাধারণ মানুষ। লকডাউনের ফলে থাকা-খাওয়ার দিক থেকে তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সব শ্রমিকরা তাদের সমস্যার কথা তুলে ধরছিল এতদিন। তারা অভিযোগ করে আসছিল, অনাহারে তাদের দিনের পর দিন থাকতে হচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করছিল তারা।
এইসব শ্রমিক ও চিকিৎসা করতে যাওয়া মানুষদের সোশ্যাল মিডিয়া থেকে চিহ্নিতকরণ করে মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করেন। মুর্শিদাবাদ জেলার বিজেপি-র যুব ভাইস সভাপতি প্রীতম ব্যানার্জি জানিয়েছেন, "লকডাউনের ফলে ভিন রাজ্যে আটকে পড়া মুর্শিদাবাদ জেলার মানুষদের সাথে আমরা হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে সেই রাজ্যে তাদের ঔষধ, খাদ্য, পানীয় ও উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করি। কেরালায় উত্তম হাজরা সহ ৫০ জন শ্রমিক, কর্নাটকে নাসিম সেখ সহ ৩০ জন শ্রমিক, ভেলোরে চিকিৎসা করতে গিয়ে সারগাছির গ্রন্থাগারিক স্নেহাশীষ বাবু, বহরমপুরের শিক্ষক রাজেশ বাবু, বেলডাঙার ডেকোরেটর ব্যবসায়ী রাজীব নাথ আটকে পড়েছেন। এরকম অসংখ্য সমস্যার সমাধান করেছি আমরা।"

No comments:

Post a Comment