ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, সামিম, ১৮ এপ্রিলঃ একদিকে তীব্র দাবদাহ। অন্যদিকে দেশজুড়ে লকডাউন। এর জেরে হাসপাতাল ও নার্সিংহোমে রক্তের চাহিদা থাকলেও যোগান কম। রক্তের অকাল মেটাতে সদা এগিয়ে এসেছে 'মানব বন্ধন'। লকডাউনে পর্যাপ্ত পরিমানে রক্তদান শিবির না হওয়ায় রক্তের আকাল জেলা জুড়ে। এই পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে সরাসরি রোগীদের ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে রক্ত দিচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তের মানব বন্ধনের সদস্যরা।
শুক্রবার রক্তস্বল্পতা রোগ নিয়ে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয় বেলডাঙা দেবকুন্ড গ্রামের একজন রোগী। দরকার হয়ে পরে দুই ইউনিট রক্তের। বহরমপুর ব্লাড ব্যাঙ্কে রক্ত না থাকায় বিপদে পরে রোগীর পরিবার। এমত অবস্থায় রোগীর পরিবারে প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় মানব বন্ধনের সদস্য আবু বাক্কার সিদ্দিক। তার তৎপরতায় মাঝ রাতে দুই ইউনিট রক্ত দেয় বেলডাঙা নলকুন্ডার মানব বন্ধনের দুই সদস্য সিরাজুল ইসলাম ও ইয়ামিন সেখ। তাদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন জেলাবাসী।



No comments:
Post a Comment