17 April 2020

লকডাউনে পৌরবাসীর পাশে দাঁড়ালো বেলডাঙা পৌরসভা


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, সামিম, ১৭ এপ্রিলঃ লকডাউনে কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালো বেলডাঙা পৌরসভা। শুক্রবার বেলডাঙা পৌরসভার চত্বর থেকে পৌরসভার বাসিন্দাদের খাদ্যদ্রব্য বিতরণের কাজ শুরু হল। পরিবার প্রতি ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল ও ১০০ টাকা করে তুলে দেওয়া হচ্ছে।
বেলডাঙার পৌরপিতা ভরত কুমার ঝাওর জানান, "বেলডাঙা পৌরসভায় মোট ৭,২০০ টি পরিবার আছে। তার মধ্যে ৬,০০০ পরিবারের হাতে আমরা ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল ও ১০০ টাকা করে তুলে দিচ্ছে। আজ থেকে এই বিতরণের কাজ আমরা শুরু করলাম"

No comments:

Post a Comment