23 April 2020

লকডাউনে অসহায় দুস্থদের পাশে বেলডাঙার বিশিষ্ট সমাজসেবী


ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ২৩ এপ্রিলঃ রমজানের আগেই দুস্থ পরিবারের হাতে খাবার সামগ্রী তুলে দিল বিশিষ্ট সমাজসেবী হাসানুজ্জামান। বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ বেলডাঙা বড়ুয়া যুবক সংঘ ময়দান থেকে প্রায় ২৫০ জন অসহায় দুস্থ পরিবারের হাতে এই সামগ্রী তুলে দেয়।  
উপস্থিত ছিল বেলডাঙা ১ বিডিও বিরূপাক্ষ মিত্র, বেলডাঙা থানার ওসি জামালউদ্দিন সহ বিশিষ্টরা। এদিন প্রতি পরিবার পিছু ৩ কেজি চাল, ১.৫ কেজি আলু, ৫০০ তেল, ১ প্যাকেট মুড়ি, ১৫ টি ডিম ও ১ টি লাইফবয় সাবান দেওয়া হয়। লকডাউন চলাকালীন ওই খাবার শেষ হয়ে গেলে আবার দেওয়ার কথা বলেন তিনি। রমজানের শুরুর আগে খাবার পেয়ে খুশি এলাকাবাসী।


No comments:

Post a Comment