ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৪ এপ্রিলঃ এ এক অভিনব উদ্যোগ। ছবি নয়, কাজেই বিশ্বাসী তারা। লকডাউনে পরিস্থিতিতে কর্মহীন গ্রামের অধিকাংশ শ্রমজীবী মানুষ। দিন আনা দিন খাওয়া যাদের অভ্যেস, পড়েছে সমস্যায়। এই সব অসহায় কর্মহীন দুস্থ পরিবারগুলির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলডাঙা থানার মির্জাপুর নাগরিক সচেতনতা মঞ্চ। মির্জাপুর গ্রামের বিশিষ্টজনেরা বর্তমান পরিস্থিতিতে গ্রামের সচেতন মানুষদের একত্রে করে 'নাগরিক সচেতনতা মঞ্চ' নামে একটি সংগঠন খুলে গ্রামের দুস্থ পরিবারের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি করোনা নিয়ে গ্রামের মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে তারা।
গ্রামের মানুষের সহায়তায় একটি তহবিল গঠন করে এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মোট ৩৫ টা সমাজে প্রথম ধাপে ১,৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া কাজ শুরু করে। প্রতি পরিবার পিছু ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মুড়ি, ৫০০ গ্রাম ডাল ও ৫০০ গ্রাম সরিষার তেল বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপেও অনুরূপ সংখ্যার পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। দুই ধাপে প্রায় ১০ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানাই কর্তৃপক্ষ। সাহায্য গ্রহনকারীর কোন রকম ছবি বা ভিডিও তোলা কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। লকডাউনে অসহায় মানুষের ছবি তুলে তাদের ছোট করতে চাই না এই মঞ্চ। এইরকমই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ।



No comments:
Post a Comment