23 April 2020

লকডাউনে অসহায় দুস্থদের পাশে বেলডাঙার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৩ এপ্রিলঃ দেশ জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে চলছে লকডাউন। যার ফলে বিপদে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষরা। এমনই বিপদে পড়া এলাকার ১০০ টি পরিবারের পাশে দাঁড়ালেন বেলডাঙা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম মিয়া। মোট ৬০ হাজার টাকার চাল, আলু, পিয়াজ, চিনি ও সরিষার তেল মিলিয়ে গড়ে ২০ কেজি খাদ্যদ্রব্য বিভিন্ন গ্রামের প্রায় ১০০ টি পরিবারে হাতে তুলে দেন তিনি। 
যারা আসতে সামর্থ নয় তাদের বাড়ি টুকটুক ভাড়া করে এইসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। লকডাউনে একসঙ্গে ভিড় ও জমায়েত নিষেধ। তাই ভিড় এড়ানোর জন্য ৩ দিন ধরে এই  বিতরণের কাজ করা হয়। এছাড়াও তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণতহবিলে ৫ হাজার টাকার একটি চেক বেলডাঙা-১ ব্লকের বিডিও শ্রী বিরূপাক্ষ মিত্র মহাশয়ের হাতে তুলে দিয়েছেন। এই প্রসঙ্গে নুরুল ইসলাম মিয়া  জানান যে, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। এটা দয়া দাক্ষিণ্যের বিষয় নয়, এটা আমাদের আবশ্যিক দায়িত্ব ও কর্তব্য। 


No comments:

Post a Comment