27 March 2020

বেলডাঙা থেকে পুলিশের তৎপরতায় উদ্ধার হল প্রচুর বগারী পাখি


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২৭ মার্চঃ বেলডাঙা থানার পুলিশের তৎপরতায় মুক্তি পেল প্রচুর ভড়ুই (বগারী) পাখি। শুক্রবার ভোর  রাতে বেলডাঙা থানার মির্জাপুর গ্রাম থেকে পাখি গুলিকে উদ্ধার করে তাদের মুক্তি দেওয়া হয়। ঘটনায় খুশি বেলডাঙাবাসী।

সূত্রের খবর, এদিন গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে প্রায় ২৫০ টি ভড়ুই পাখি। স্থানীয় ভাষায় বগারী নামে পরিচিত। পাখিগুলিকে উদ্ধার করে থানায় আনা হয়। শুক্রবার সকালে থানা প্রাঙ্গণে ওসি জামাল উদ্দিন সাহেব, বেলডাঙার পৌরপিতা ভরতকুমার ঝাওর ও উপ-পৌরপিতা আবু সুফিয়ানের উপস্থিতিতে পাখি গুলিকে মুক্তি দেওয়া হয়। পৌরপিতা ভরত কুমার ঝাওর এই পাখি উদ্ধারের জন্য বেলডাঙা থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

No comments:

Post a Comment