26 March 2020

বেলডাঙায় মসজিদ থেকে লকডাউনে অসহায় দুঃস্থ মানুষদের খাবার বিতরণ করলো


ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ২৬ মার্চঃ লকডাউনে কর্মহীন অসহায় মানুষদের পাশে এবার সাহায্যে হাত নিয়ে দাঁড়ালো মসজিদ কমিটি। বেলডাঙা থানার বড়ুয়া আহেলা হাদিস জামে মসজিদের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে ৫০টি দুঃস্থ পরিবারকে ৩ কেজি করে চাল, ৩ কেজি আলু, ৫০০ গ্রাম মসুরের ডাল ও ১টি করে সাবান তুলে দেওয়া হল। 
মসজিদ কমিটি সম্পাদক আব্দুল ওহাব বলেন, 'সারা দেশে হঠাৎ করে লকডাউন ঘোষণা হওয়ায় বড়ুয়া গ্রামের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। দিন আনে দিন খায়, গ্রামের এই রকম ৫০টি পরিবারে পাশে এখন আমাদের দাঁড়ানো কর্তব্য। তাই আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিলাম।' 

No comments:

Post a Comment