27 March 2020

হোম কোয়ারেন্টাইন অমান্য, পুলিশ নিয়ে বাড়িতে হাজির বেলডাঙা ব্লক স্বাস্থ্য আধিকারিক


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২৭ মার্চঃ ভিন রাজ্য থেকে আগত ব্যক্তিদের সরকার ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দিয়েছেন। সম্পূর্ণ আলাদা ভাবে তাদের আপাতত বাড়িতে থাকবে হবে। কিন্তু বেলডাঙায় ভিন রাজ্য থেকে আগত কাপাসডাঙা, মহ্যমপুর ও ঝুনকা গ্রামের তিন জন ব্যক্তি হোম কোয়ারেন্টাইন অমান্য করে।
বেলডাঙা ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) একথা জানতে পেরে  পুলিশ নিয়ে সটান হাজির হন ওই তিন জনের বাড়িতে। তাদের জ্বর,কাশি, শ্বাসকষ্ট এমন ধরনের কোন সমস্যা আছে কি নেই সেগুলি খতিয়ে দেখেন তিনি। তাদেরকে সরকারের নিয়ম মেনে চলার কথা বুঝিয়ে বলা হয়।
ওই তিন জনের কাছ থেকে লিখিত নেওয়া হয় যে তারা হোম কোয়ান্টাইনে থাকবে।পাশাপাশি পরিবারের লোকজনও স্বাস্থ্য আধিকারিকে প্রতিশ্রুতি দিয়েছে তারাও সঠিক ভাবে নিয়ম মেনে চলবে। বেলডাঙা ব্লক স্বাস্থ্য আধিকারিক সালমান মণ্ডল বলেন, 'ভিন রাজ্য থেকে আসা বেলডাঙার তিন ব্যক্তি হোম কোয়ারেন্টাইন অমান্য করে এদিক ওদিক ঘুরাফেরা করছিল। আমরা একথা মুর্শিদাবাদ জেলার এস পি স্যারের কাছ থেকে জানতে পেরে পুলিশ নিয়ে তাদের বাড়ি যায়। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখি। তাদের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট এই মুহুর্তে নেই। তাদেরকে সরকারি নিয়ম মেনে ১৪ দিনে হোম কোয়ারেন্টানে থাকার কথা বলেছি এবং এই মর্মে তাদের কাছ থেকে লিখিত নিয়েছি।'


No comments:

Post a Comment