ওয়েবডেস্ক, কথাবার্তা, শক্তিপুর, ২৭ মার্চঃ লকডাউনে ঘরবন্দী দুঃস্থ পরিবারের পাশে দাড়ালো শক্তিপুর থানার ওসি দীপক হালদার। লকডাউনের ২১ দিন কাওকে অনাহারে থাকতে না দেওয়ার সংকল্প নিলেন তিনি। শুক্রবার প্রায় ৩০০টি দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ৫ কেজি চাল, ৩ কেজি আলু ও মশলা কেনার জন্য ১০০ টাকা তাদের হাতে দেন। এবং খাবার শেষ হয়ে গেলে পুনরায় তিনি খাবার দেবেন বলে জানান ওই পরিবারদের। শক্তিপুর পুলিশের এমন মানবিক দিকে খুশি এলাকাবাসী। এদিন প্রায় ৩০০ পরিবারের হাতে খাবার সরঞ্জাম তুলে দেওয়া হয়।
ওসি দীপক হালদার জানান, 'আমরা এসপি সাহেবের নির্দেশ পেয়েই কাজ শুরু করে দিয়েছি। করোনার মোকাবিলা করতে লকডাউন। এর ফলে অসুবিধায় পরেছেন অনেক দুঃস্থ পরিবার। তাই আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে প্রকৃত দুঃস্থ পরিবারের হাতে খাবার ও টাকা তুলে দিলাম।'




খুব ভালো ব্যবস্থা.you are great sir.
ReplyDeleteকিন্তু অনেক জায়গায় মানুষ এখনও রাস্তায় ঘুরছে।
Manikyaha, milki.