ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২৯ মার্চঃ লকডাউনে কর্মহীন অসহায় মানুষদের পাশে এবার সাহায্যে হাত বাড়ালো গ্রামের যুবকরা। বেলডাঙার ঝুনকা গ্রামের দক্ষিণ পাড়া যুবকবৃন্দের নেতৃত্বে গ্রামের ২০০টি পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম লবণ বিতরণ করা হয় রবিবার সন্ধ্যা নাগাদ। ঝুনকা দক্ষিণ পাড়া ক্লাব থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বেলডাঙ্গা-১ ব্লকের বিডিও বিরুপাক্ষ মিত্র, ওসি জামালদ্দিন মন্ডল সহ ক্লাবের সদস্যবৃন্দরা।
 


 
No comments:
Post a Comment