29 March 2020

লকডাউনে বেলডাঙায় ২০০টি অসহায় পরিবারকে খাবার বিতরণ করলো গ্রামের যুবকরা


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২৯ মার্চঃ লকডাউনে কর্মহীন অসহায় মানুষদের পাশে এবার সাহায্যে হাত বাড়ালো গ্রামের যুবকরা। বেলডাঙার ঝুনকা গ্রামের দক্ষিণ পাড়া যুবকবৃন্দের নেতৃত্বে গ্রামের ২০০টি পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম লবণ বিতরণ করা হয় রবিবার সন্ধ্যা নাগাদ। ঝুনকা দক্ষিণ পাড়া ক্লাব থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বেলডাঙ্গা-১ ব্লকের বিডিও বিরুপাক্ষ মিত্র, ওসি জামালদ্দিন মন্ডল সহ ক্লাবের সদস্যবৃন্দরা।

No comments:

Post a Comment