 |
| বেলডাঙা |
ওয়েবডেস্ক, কথাবার্তা, মুর্শিদাবাদ, ২৪ মার্চঃ মুর্শিদাবাদে লকডাউনের বিধিনির্দেশ অমান্য করতেই চলল পুলিশের দেদার লাঠিপেটা। আজ সারাদিন ধরে এমনই চিত্র দেখা গেল মুর্শিদাবাদ জেলার আনাচে-কানাচে বিভিন্ন জায়গায়। লকডাউনের নির্দেশ অমান্য করে বিভিন্ন জায়গায় জটলা করে থাকায় পুলিশকে লাঠিপেটা করতে হয় বলে অভিযােগ।
 |
| ডোমকল |
করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে সারা বিশ্ব। ভারত জুড়ে অবলম্বন করা হয়েছে বিভিন্ন সতর্কতা। সরকারের পক্ষ থেকে ভিড় ও জমায়েত না করা নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস যাতে সামাজিক স্তরে না ছড়িয়ে পড়ে তার জন্য দেশের বিভিন্ন রাজ্য ও ৫০টি শহরের পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়ে ২৩ মার্চ সোমবার বিকাল ৫ টা থেকে শুরু হয়েছে লকডাউন। চলবে ৩১ মার্চ পর্যন্ত।
 |
| কান্দি |
সমগ্র মুর্শিদাবাদ জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। জেলার বিভিন্ন থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগেই মাইকিং করে জেলাবাসীকে সর্তক করা হয়েছে। সেই বার্তায় কর্ণপাত না করে কিছু মানুষ পাড়ার চায়ের দোকানে, রাস্তার এদিকওদিক ঘুরাফেরা করছিল। মোড়ে মোড়ে জটলা পাকিয়ে আড্ডা দিচ্ছিল। সকাল থেকে পুলিশকে দেখা গেল কঠোর হাতে লকডাউনকে সফল করার প্রচেষ্টা।
 |
| নওদা |
No comments:
Post a Comment