ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২০ মার্চঃ লটারি কেটে কোটিপতি ইজারুল। মু্র্শিদাবাদের বেলডাঙার ইজারুল পেশায় রাজমিস্ত্রী। ভিন রাজ্যে কাজ করে বছরের বেশিরভাগ সময়। করোনা আতঙ্কে বাড়ি ফিরেছিল সে। তারপরেই কোটিপতি।
অভাবী সংসার। নুন আনতে পান্তা ফুরায়। তার সংসারে রয়েছে স্ত্রী, ছোট ছোট দুই মেয়ে ও এক ছেলে। দিন ২০ হল কেরলা থেকে বাড়ি এসেছে। পাড়ার অনেকের দেখাদেখি সে নাগাল্যান্ড রাজ্য লটারির টিকিট কিনে। বৃহস্পতিবার রাত ৮ টায় নাগাদ সে জানতে পারে কোটিপতি হয়ে গেছে।
রাতারাতি কোটিপতি হওয়া এই যুবক ইজারুল সেখের বাড়ি বেলডাঙা থানার মির্জাপুর গ্রামের শীতলপাড়া। যুবকের পিতার নাম আনারুল সেখ। এই বিপুল অঙ্কের টাকা পেয়ে পরিবারে এখন খুশির জোয়ার। নিরাপত্তার কারণে ইজারুল সেখ বেলডাঙা থানার পুলিশ হেপাজতে রয়েছে। 
 




 
No comments:
Post a Comment