26 March 2020

লকডাউনে অসহায় পরিবারকে খাবার পৌঁছে দেওয়ার সংকল্প দেবকুন্ডবাসীর


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৬ মার্চঃ করোনা রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। একপ্রকার ঘরের বাইরে বের হওয়া নিষেধ। লকডাউন চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এই পরিস্থিতিতে কর্মহীন  ঘরবন্দী সবাই। যারা দিন আনে দিন খায় তারা পড়েছে সমস্যায়। বেলডাঙার দেবকুন্ড গ্রামের এই রকম ২০০ টি অসহায় দুঃস্থ পরিবারের পাশে এসে দাঁড়াল গ্রামের মানুষ। এই পরিবার গুলিকে দুবেলা খাবার পৌঁছে দেবার সংকল্প নিল তারা। গ্রামের সাধারণত মানুষ সাধ্য মত অর্থ প্রদান করে একটি ফান্ড তৈরি করেছে। সেখান থেকে খাবার ও খাদ্য সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম কিনে দেওয়া হবে। উদ্যোক্তা সুরোজ সেখ বলেন, 'মারন ভাইরাস করোনার প্রকোপে দেশে ২১ দিন ধরে চলবে লকডাউন। দেবকুন্ড গ্রামের প্রায় ২০০ টি দুঃস্থ পরিবার কাজ হারা। তারা যাতে অভুক্ত না থাকে তাই আমরা এই উদ্যোগ নিয়েছি।' 

No comments:

Post a Comment