ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১০ নভেম্বর : সংবাদ কথাবার্তা পত্রিকার 'উৎসব সংখ্যা ১৪২৬' প্রকাশ হল রবিবার বেলডাঙা বড়ুয়া যুবক সংঘ কমিউনিটি হলে। উদ্বোধনে উপস্থিত ছিল জেলা তথা জেলার বাইরে থেকে আগত একঝাঁক কবি-সাহিত্যিক, বিভিন্ন প্রসাশন আধিকারিক ও সাহিত্যপ্রেমী মানুষ। ২০১৬ সালে কথাবার্তা পত্রিকার প্রথম আত্মপ্রকাশ ঘটে সংবাদ পত্রিকা হিসাবে। শুরু থেকে বেলডাঙাবাসী মন ছুঁয়েছিল কথাবার্তা পত্রিকা। এদিন কথাবার্তা সংবাদ পত্রিকার পাশাপাশি সাহিত্য পত্রিকা হিসাবে আত্মপ্রকাশ হল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত শাসক সুদীপ্ত পোড়েল, ডি.পি.আর.ডি.ও সচিদানন্দ বন্দ্যোপাধ্যায়, বেলডাঙা ব্লক-১ বিডিও বিরূপাক্ষ মিত্র, কলকাতা বিশিষ্ট সাহিত্যিক সুকুমার রুজ, শিক্ষারত্ন ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক মোঃ নুরুল ইসলাম মিয়া, গল্পকার হিমি মিত্র রায় সহ বিশিষ্টরা।
পত্রিকার সম্পাদক দীননাথ মণ্ডল বলেন, 'কথাবার্তা এই নামটির সঙ্গে জড়িয়ে আছে বেলডাঙার মানুষের ভালোবাসা ও আবেগ। এতদিন কথাবার্তা বলতে একটি সংবাদ পত্রিকা বোঝাত। আজ কথাবার্তা এই নামে সঙ্গে যুক্ত হল একটি নতুন পালক - সাহিত্যধারাও। বেলডাঙার ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার খবরের পাশাপাশি সাহিত্য জগতে নতুন প্রতিভা তুলে ধরাও আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য বেলডাঙাকে বাংলার সাংস্কৃতিক মানচিত্র তুলে ধরা। কথাবার্তার উৎসব সংখ্যায় আমরা স্থানীয় কবি ও লেখকদের পাশাপাশি রাজ্যের কিছু প্রতিষ্ঠিত সাহিত্যিকদের সমৃদ্ধ লেখনি তুলে ধরতে পেরেছি।' অনুষ্ঠানের সঞ্চালক সাহিত্যিক সৌরভ হোসেন অত্যন্ত সুষ্ঠু ভাবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত শাসক সুদীপ্ত পোড়েল, ডি.পি.আর.ডি.ও সচিদানন্দ বন্দ্যোপাধ্যায়, বেলডাঙা ব্লক-১ বিডিও বিরূপাক্ষ মিত্র, কলকাতা বিশিষ্ট সাহিত্যিক সুকুমার রুজ, শিক্ষারত্ন ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক মোঃ নুরুল ইসলাম মিয়া, গল্পকার হিমি মিত্র রায় সহ বিশিষ্টরা।
পত্রিকার সম্পাদক দীননাথ মণ্ডল বলেন, 'কথাবার্তা এই নামটির সঙ্গে জড়িয়ে আছে বেলডাঙার মানুষের ভালোবাসা ও আবেগ। এতদিন কথাবার্তা বলতে একটি সংবাদ পত্রিকা বোঝাত। আজ কথাবার্তা এই নামে সঙ্গে যুক্ত হল একটি নতুন পালক - সাহিত্যধারাও। বেলডাঙার ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার খবরের পাশাপাশি সাহিত্য জগতে নতুন প্রতিভা তুলে ধরাও আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য বেলডাঙাকে বাংলার সাংস্কৃতিক মানচিত্র তুলে ধরা। কথাবার্তার উৎসব সংখ্যায় আমরা স্থানীয় কবি ও লেখকদের পাশাপাশি রাজ্যের কিছু প্রতিষ্ঠিত সাহিত্যিকদের সমৃদ্ধ লেখনি তুলে ধরতে পেরেছি।' অনুষ্ঠানের সঞ্চালক সাহিত্যিক সৌরভ হোসেন অত্যন্ত সুষ্ঠু ভাবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।






No comments:
Post a Comment