ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৪ নভেম্বর : শিশু দিবসের দিনে লোহার রড ও প্লাস্টিক পাইপ দিয়ে বেদম পেটাল সপ্তম শ্রেণির পড়ুয়াকে। রক্তাক্ত তার শরীর। পড়ুয়ার নাম সুদীপ্ত মন্ডল(১২)। সে সারগাছি রামকৃষ্ণ মিশনের সপ্তম শ্রেণির ছাত্র। আহত অবস্থায় তাকে বেলডাঙা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করার পর থানায় অভিযোগ করেন পড়ুয়ার পরিবার। অভিযোগ 'ঘোষ ছাত্রবাস'এর মালিক সমর ঘোষের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার সারগাছি পুলিশ ফাঁড়ির সামনের ঘোষ ছাত্রাবাসে। জানা যায়, এদিন ছাত্রাবাসের ভিতরে আরও অনেক পড়ুয়া একসঙ্গে সেও বদমাশি করে শিয়ালের ডাক ডাকছিল। বিষয়টি ছাত্রাবাসের মালিক সমর ঘোষের কানে যেতেই লোহার রড ও প্লাসটিক জল পাইপের বাড়ি মারা শুরু করে তাকে। ঘটনায় তার সারা শরীরে মারের দাগ ও হাতের কিছুটা মাংস কেটে গিয়ে রক্তপাত শুরু হয় ও অসুস্থ হয়ে পড়ে। ভয় পেয়ে ছাত্রটি অসুস্থ শরীর নিয়ে বাড়ি চলে আসে। পরে তার পরিবারের লোকজন তাকে বেলডাঙা ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসলে চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন। পরিবারের তরফ থেকে ছাত্রাবাসের মালিকের বিরুদ্ধে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।




No comments:
Post a Comment