ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ২২ অক্টোবরঃ প্রচুর পরিমানে ফেনসিডিল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বেলডাঙ্গায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি ৮টা নাগদ বেলডাঙ্গা থানা এলাকার বড়ুয়া মোড়ে।জানা যায়, এদিন গোপন সূত্রে খবর পেয়ে বড়ুয়া মোড়ে ৩৪ নং জাতীয় সড়কে নাকা চেকিং চালিয়ে বিপুল পরিমাণে ফেনসিডিলের বোতল উদ্ধার করল বেলডাঙ্গা থানার পুলিশ। এই ফেনসিডিলের বোতলগুলি কোলকাতা থেকে জায়লো গাড়িতে করে জলঙ্গীর মধ্যে দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে পাচার হচ্ছিল। এই ঘটনায় গাড়ি সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তুহিন মণ্ডল (২৬), বাড়ি জলঙ্গী; হাবিবুর রহমান (২৫), বাড়ি হরিহরপাড়া; সফিকুল হাসান (১৮), বাড়ি জলঙ্গী; সফিকুল সেখ (২১) (ড্রাইভার), বাড়ি ডোমকল।


No comments:
Post a Comment