14 October 2019

বেলডাঙায় বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত এক কৃষক


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ১৪ অক্টোবরঃ বিদ্যুতের শক লেগে মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম পয়গম্বর সেখ।সোমবার বেলা ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানা এলাকার মির্জাপুর  খাগড়ুপাড়ার মাঠে। জানা যায়, এদিন নিজের আখের জমি দেখতে গিয়েছিল পয়গম্বর। মাঠে কেটে পড়ে থাকা বিদ্যুতের তার লক্ষ না করায় বিদ্যুত পৃষ্ট হয় এবং ঘটনাস্থলে মারা যায়। পরে ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।
ভিডিও  


No comments:

Post a Comment