06 October 2019

ভিখারি ও রাস্তার পাগলদের বস্ত্র এবং খাবার বিতরণ খুশির নিকেতনের



ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ৬ অক্টোবরঃ পুজোর আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে গরিব, ভিখারি ও রাস্তার পাগলদেরকে নতুন পোষাক ও পছন্দের খাবার খাওয়ালো বেলডাঙা খুশির নিকেতনের দুই সদস্য রজত ও কবিরুল। শনিবার মহাষ্টমীর দিন সাত-সকালে ব্যাগ ভর্তি জামাকাপড় ও খাবার নিয়ে বেলডাঙা বাজার চত্ত্বর ও স্টেশন চত্ত্বরের পাগল ও ভিখারিদের নতুন পোষাক ও পছন্দের খাবার তুলে দেয় তাদের হাতে। এরকম দৃশ্য দেখে অবাক হয়ে যায় পথ চলতি মানুষজন। ২০১৮ সালে বেলডাঙা থানার কয়েকজন সিভিক ভলেন্টিয়ার মিলে গঠন করে খুশির নিকেতন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। এই টিমে আছে মোট ১৪ জন সদস্য।

No comments:

Post a Comment