02 October 2019

বেলডাঙা থানার ঢিল ছোঁড়া দুরত্বে মহিলার কাছ থেকে ব্যাগ ছিনতাই


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ২ অক্টোবরঃ বেলডাঙা  রেলবাজারে টোটো থেকে মহিলার ব্যাগ ছিনতাই। বুধবার  রাত সাড়ে ৮ টা নাগাদ বেলডাঙ্গা থানার এম.পি রোডে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, এদিন বেলডাঙ্গা পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুমিতা বিশ্বাসের সঙ্গে এক মহিলা টুকটুকে করে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় পিছন থেকে বাইকে করে   এসে কাউন্সিলরের পাশে থাকা মহিলাটির কাছ থেকে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। মহিলার নাম নিলিমা ঘোষ, বাড়ি কলোনী।

প্রত্যক্ষদর্শীর কাছে শুনুন ঘটনাটি 


No comments:

Post a Comment