ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ১৪ আগস্টঃ যুবকদের ক্রীড়ামুখী করতে রাজ্যস্তরীয় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করলো মির্জাপুর বালক সংঘ। বুধবার বেলডাঙা থানার মির্জাপুর মোল্লাপাড়া ময়দানে নক-আউট কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে মির্জাপুর বালক সংঘ। রাজ্যের ১৬ টি টিম নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে এদিন টুর্নামেন্ট শুরু করে ক্লাব কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন রেজিনগর বিধায়ক রবিউল আলম চৌধুরী, বেলডাঙা-১ বিডিও বিরুপাক্ষ মিত্র, বেলডাঙা থানার ওসি জামালাউদ্দিন মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি নজরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। এদিন টুর্নামেন্ট দেখার জন্য দর্শকের উপস্থিতি ছিল চোখের পড়ার মত।



No comments:
Post a Comment