15 August 2019

সাড়ম্বরে স্বাধীনতা দিবস পালিত হল মির্জাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে


ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ১৬ আগস্টঃ কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে যথাযথ মর্যাদায় পালিত হল ৭৩তম স্বাধীনতা দিবস মির্জাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ ও উপস্থিত ব্যক্তিবর্গের সম্মলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা, মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা তোলেন ২ নং মির্জাপুর গ্রাম-পঞ্চায়েতের প্রধান আব্দুল বাসির।
বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ঘড়ি ডিটারজেন্ট পাউডার কোম্পানির টিএসআই সোমনাথ সিংহ, স্বেচ্ছাসেবী সংস্থা 'আমরা কুড়ি সমিতি'র সদস্যগণ ও এলাকার বিশিষ্টজনেরা। এদিন ঘড়ি ডিটারজেন্ট পাউডার কোম্পানির পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার উপস্থিত প্রায় ৫০০ জনের প্রত্যেকে একটা করে ১৫০ গ্রাম ওজনের সার্ফের প্যাকেট, জাতীয় পতাকা ও টিফিন কেক প্রদান করা হয়। 
ঘড়ি ডিটারজেন্ট পাউডার কোম্পানির টিএসআই সোমনাথ সিংহ জানান, সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদ জেলার দুটি স্কুলে এই ধরনের কর্মসূচি তারা গ্রহণ করেছে। দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, শিক্ষার্থীদের ভালো পড়াশুনা ও ভালো পরিচ্ছন্নতা তাদের উদ্দেশ্য বলে তিনি জানান। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা ও আনন্দ ছিল চোখে পড়ার মত। 


No comments:

Post a Comment