11 August 2019

ইদুজ্জোহা উপলক্ষে দুঃস্থদের বস্ত্র বিতরণ বেলডাঙা খুশির নিকেতনের



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ১১ আগস্টঃ ঈদুজ্জোহা উপলক্ষে দুঃস্থদের  বস্ত্রবিতরণ করল বেলডাঙা 'খুশির নিকেতন' সেচ্ছাসেবী সংগঠন। রবিবার বেলা ২ টা নাগাদ বেলডাঙা থানার দেবপুর হাই স্কুল প্রাঙ্গনে প্রায় ২০০ জন দুঃস্থ পরিবারের হাতে বস্ত্র তুলে দেন তারা। সকলের সঙ্গে আগামী ঈদের আনন্দ  ভাগ করে নিতে এই কর্মসূচি বলে জানান সংস্থা কর্তৃপক্ষ।


No comments:

Post a Comment