ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ১৫ আগস্টঃ সাড়ম্বরে স্বাধীনতা দিবস পালন করলো বেলডাঙা ফুটবল কোচিং ক্যাম্প। বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ বেলডাঙা সি. আর. জি. এস. ময়দানে পতাকা উত্তোলন করেন কোচিং ক্যাম্পের সম্পাদক আরাফাত সেখ। পতাকা উত্তোলনের পর সকলকে রাখি পরিয়ে মিষ্টি মুখ করান তিনি। উপস্থিত ছিলেন কোচিং ক্যাম্পের সম্পাদক, সদস্য, সিনিয়ার ফুটবল খেলোয়াড়, জুনিয়ার ফুটবল খেলোয়াড়, সহ কচিকাঁচারা। এদিন স্বাধীনতা দিবসের বীর সহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার কথা বলেন সম্পাদক।


No comments:
Post a Comment