15 August 2019

স্বাধীনতা দিবসে জেলা সভাপতি পতাকা উত্তোলন করলেন বেলডাঙা পার্টি অফিসে


ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম  বেলডাঙা, ১৫ আগস্টঃ বেলডাঙায়  দক্ষিণ ব্লক তৃণমূল পার্টি অফিসে ৭৩তম স্বাধীনতা দিবসের পতাকা তুললেন তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খান। বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ বেলডাঙা ছাপাখানা তৃণমূল পার্টি অফিসের সামনে ব্লক দক্ষিণ তৃণমূল সভাপতি আবু সঈদের সহযোগিতায় পতাকা তুলেন তিনি। উপস্থিত ছিলেন  ব্লক ও জেলা নেতৃত্ব। এদিন পতাকা উত্তোলনের পরে সাফাই অভিযান ও পথচলতি মানুষদের নিয়ে রাখি উৎসব মাতেন সকলে।


No comments:

Post a Comment