15 August 2019

সারগাছি চক্রে রক্তদান


ওয়েবডেস্ক, কথাবার্তা,বেলডাঙা, ১৫ আগস্টঃ সারগাছি চক্রের ব্যবস্থাপনায়  রক্তদানের মধ্য দিয়ে ৭৩ তম স্বাধীনতা দিবস পালন হলো ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার হল ঘরে। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোসাররফ হোসেন, প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহা সহ একঝাঁক তারকা। এদিন সারগাছি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস সহ মোট ৬০ জন রক্ত দান করেন।

No comments:

Post a Comment