ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ২৬ আগস্টঃ বেলডাঙায় বেহাল জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু দুইজনের, আহত আরও একজন। মৃতদের নাম সবুর আলী(২০) ও রুপচাঁদ সেখ(২৬)। আহতের নাম ইসমাইল সেখ(১৮)। ঘটনায় ক্ষিপ্ত এলকাবাসী দ্রুত জাতীয় সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের প্রত্যেকের বাড়ি বেলডাঙা থনার ভাবতা কদমতলা গ্রামে।
ঘটনটি ঘটেছে সোমবার বিকেল ৫ টা নাগাদ ভাবতা উত্তরপাড়া ৩৪ নং জাতীয় সড়কে। সূত্রের খবর, এদিন বিকেলে বহরমপুর উদ্দেশ্যে বাড়ি থেকে বাইকে করে তিন বন্ধু রওনা দেয়। ভাবতা উত্তর পাড়া জাতীয় সড়কে একটি বড় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বেলডাঙাগামী একটি মহেন্দ্র পেকাপ গাড়িতে ধাক্কা লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের। গুরুত্বর আহত হয় আরও একজন। আহতকে স্থানীয়রা বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সে এখন চিকিৎসাধীন। এদিনের ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী জাতীয় সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।



No comments:
Post a Comment