ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ২৫ আগস্টঃ বিয়ে। তবে  আর পাঁচটা বিয়ের থেকে সম্পূর্ণই আলাদা। মুর্শিদাবাদের বেলডাঙায় দেখা গেল ভিন্ন স্বাদের বিয়ে। পাত্রের  নিমন্ত্রণ পত্র থেকে শুরু করে প্রীতি ভোজর মন্ডপ ও বাড়ির সর্বত্রই সমাজ সচেতনতার বার্তা। নিমন্ত্রিত অতিথিদের সচেতন করতেই এই উদ্যোগ।  বিষয়টি ব্লক প্রশাসনের কানে যেতেই, বিশেষ সম্বর্ধনার ঘোষণা।
বিশ্ব যখন জল সংকটে। গাছ লাগাও স্লোগান যখন মানুষের মূল মন্ত্র। ভ্রুন হত্যার মত অপরাধের বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে। তখন মুর্শিদাবাদের বেলডাঙায় দেখা গেল সমাজ সচেতনতার এক অভিনব উদ্যোগ।
  পাত্রের বিয়ের নিমন্ত্রণ কার্ডে রয়েছে 'জল ধরো- জল ভরো' ও 'গাছ লাগাও- বেটি বাঁচাও'।  প্রীতি ভোজের মন্ডপ থেকে শুরু করে বাড়ির সর্বত্র 'গাছ বাঁচাও', 'জল বাঁচাও', 'ভ্রূণ হত্যা' বন্ধ করার মত বিভিন্ন সচেতনতামূলক  বার্তা। পরিবেশের ওপর সরকারি স্লোগান পাশাপাশি বিভন্ন  সচেতনতার বার্তায় ভরপুর এই বিয়ে। গাছের গুরুত্ব বোঝাতে বাড়ির চারিদিকে রাখা আছে গাছ পদর্শনি।  আমন্ত্রিত অতিথিদের সচেতন করতেই এই উদ্যোগ। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে ব্লক প্রশাসন। পাত্রকে বিশেষ সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করেন ব্লকের পক্ষে বিডিও বিরূপাক্ষ মিত্র। 
তার এই সচেতনতা বার্তার কথা ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। সাধুবাদ জানিয়েছেন সকলে। পাত্র আইনুল হক একজন গাছ প্রেমী ও পরিবেশ সচেতন যুবক। শিক্ষা বাংলা বিভাগে এম.এ। বর্তমানে তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক। শৈশব থেকেই তাঁর নেশা গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া। সময় পেলেই বিভিন্ন সমাজ সচতনতামূলক কর্মসূচি নেওয়া। কখনো পড়ুয়া-অভিভাবক, তো কখনো এলাকাবাসীদের নিয়ে চলে তার সচেতনতার কাজ।
 





 
No comments:
Post a Comment