ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ১১ আগস্টঃ বেলডাঙায় পাবজি গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২ জন যুবকের। মৃতদের নাম জয়নাল সেখ(১৭) ও নিরসাদ সেখ(১৭), তাদের দুজনের বাড়ি ভাবতা গ্রামে। ঘটনাটি ঘটে শনিবার তার ৮টা ১৫ মিনিট নাগাদ ভাবতা রেলস্টেশন সংলগ্ন রেলগেটের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই দুই যুবক রেললাইনের ধারে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে পাবজি গেম খেলছিল, সেই সময় কলকাতাগামী একটি মালগাড়ি ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।


No comments:
Post a Comment